আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের মানে বাঙালীদের জন্য একটি বিশেষ দিন । এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি । আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বহু বাঙালীর প্রান বিসর্জন । তাদের মধ্যে অন্যতম ছিলো সালাম, রফিক, জাব্বার, বরকত সহ আরো অনেকে । আজ আমরা বাংলায় কথা বলি, বাংলা লেখি, বাংলায় গান গাই । কিন্তু আমরা হয়তো ভুলেই গেছি আমাদের বীর দের কথা, যারা তাদের জীবনের বিনিময়ে বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে করে দিয়ে গেছে । তাই আজ তাদের স্মরণে আমি কিছু ছোট্ট এসএমএস ও কবিতা আপনাদের সাথে শেয়ার করতে চাই । মাতৃভাষা দিবসের এসএমএস কবিতাঃ বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল, জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল, তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি, সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি ! রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান , যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান । ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ...